Logo
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানের খোঁজে অভিভাবকরা!

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 9:45 AM

Picture of the author

সন্তানের খোঁজে দিকবেদিক ছুটছেন পলি বেগম। তার দুই সন্তান সাদ ও লামিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। উদ্বিগ্ন হয়ে তাকে সন্তানদের খোঁজ করতে দেখা গেছে।


শুধু পলি বেগম না, সন্তানদের খুঁজতে এসেছেন অনেক অভিভাবক ও স্বজনরা। তাদের আহাজারিতে দিয়াবাড়ি এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।


এর আগে দুপুর সোয়া ১টায় উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সরজমিনে ঘটনাস্থলে দেখা গেছে, উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরা। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা।


এর মধ্যে অনেকে এসেছেন তাদের সন্তানদের খুঁজতে। কেউ কেউ কান্না ভেঙে পড়ছেন।


অভিভাবক পলি বেগম বলেন, বলেন, তার দুই সন্তান এখানে পড়ে। এখন পর্যন্ত দুইটকে পাননি। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।

স্কুলের একজন আয়া বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। সেখানে ৩য় শ্রেণি ক্লাস বসত। পুরো ভবনটাই পুড়ে গেছে।


এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৫ জনকে ভর্তি করা হয়েছে।





    জনপ্রিয়

    সর্বশেষ