এক্সক্লুসিভ
24 Bangladesh
১৫ জুলাই, ২০২৫ | 11:37 AM
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে বদলির আদেশ ছিঁড়ে ফেলার প্রতিবাদে অংশ নেওয়ায় এনবিআরের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হয়সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—
ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম-কর কমিশনার মাসুমা খাতুন, ঢাকা কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী ও কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।
এছাড়া কর্মস্থলে না জানিয়ে বিদেশ চলে যাওয়ায় এর আগে ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তানজিনা রইসকে বৃহস্পতিবার (১০ জুলাই) সাময়িক বরখাস্ত করা হপ্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞা করে তা প্রকাশে ছিঁড়ে ফেলায় এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী বিভাগীয় কার্যধারা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ধারায় তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময় তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।
য়েছে।