বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

এক অন্যরকম পরী!

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 8:22 AM

Picture of the author


বেশ কয়েকদিন ধরেই মালয়শিয়ায় আছেন চিত্রনায়িকা পরীমণি। উইজার্ড শোবিজের আয়োজনে উড়াল দেন মালয়েশিয়ায়; তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম। মালয়েশিয়া যাওয়ার আগে সামাজিক মাধ্যমে ভক্তদের তা জানিয়েছিলেন পরী।


এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন।

এর পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে! রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম এক পরী। আর তা দেখেই পোস্টের মন্তব্যঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া-মন্তব্যের ঝড়।


কতটা ঝড় তুলেছেন নায়িকা, তা সেই পোস্ট দেখেই অনুমেয়। কারণ, সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। মাত্র ১৫ ঘণ্টায় প্রতিক্রিয়া পড়েছে ৭৬ হাজারের বেশি, মন্তব্য ৯ হাজারেরও বেশি। মন্তব্যঘরে তার অনুরাগীরা প্রশংসা, ভালোবাসায় ভরিয়ে দেন।


    জনপ্রিয়

    সর্বশেষ