মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

২০ জুলাই, ২০২৫ | 11:43 AM

Picture of the author

৯ ম্যাচ পর অবশেষে টস জিতলেন লিটন কুমার দাস। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক। 


লিটন বললেন, উইকেট দেখে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। তার কাছে ভালো মনে হচ্ছে উইকেট। ম্যাচ জেতার জন্য পাকিস্তানকে ১৪০ রানের মধ্যে আটকে রাখতে চায় তার দল।


পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেছেন, আগে ব্যাটিং বা বোলিং নিয়ে সমস্যা নেই তাদের।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ী ম্যচের একাদশে একটি পরিবর্তন করল বাংলাদেশ। বেধড়ক পিটুনি হজম করা শরিফুল ইসলামের জায়গায় ফিরলেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। 


সব মিলিয়ে তিন পেসারের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন আছেন বাংলাদেশের একাদশে। দলের প্রয়োজনে শামীম হোসেনকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।


সার্বিক পরিসংখ্যানে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২০১৬ সালের পর পাকিস্তানের মূল দলকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি তারা। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেট। তবে ওই আসরে কোনো দেশই তাদের মূল দল পাঠায়নি।


ওই জয়সহ সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি। সবশেষ ১৩ ম্যাচের ১২টিই জিতেছে পাকিস্তান।


তবে বাংলাদেশের জন্য প্রেরণা হতে পারে সবশেষ শ্রীলঙ্কা সফর। প্রথম ম্যাচে হারলেও বাকি দুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। সেই সাফল্যের রেশ থাকতেই এবার পাকিস্তানের সামনে তারা।


বাংলাদেশ একাদশঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।



    জনপ্রিয়

    সর্বশেষ