রাজনীতি
24 Bangladesh
২৬ জুন, ২০২৫ | 1:31 PM
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূলভিত্তি হবে “আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না” এবং এ নীতিকে ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করা হবে।
সার্ককে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার তা অকার্যকর করে একটি দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় এলে সার্ককে পুনরায় সক্রিয় করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে।
এ্যানি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অগ্নিসংযোগ, রাজনৈতিক গ্রেপ্তার, এবং পুলিশি নিপীড়নের মধ্যেও জনগণকে ঐক্যবদ্ধ রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে রাজনৈতিক প্রক্রিয়া ধ্বংস হয়েছে এবং বিরোধী দলগুলোকে দমন করা হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলকে গণতান্ত্রিক এবং উন্নয়নমুখী হিসেবে তুলে ধরে এ্যানি বলেন, তাদের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল।
এ্যানি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব জনপ্রিয়তা পেয়েছে এবং এর মধ্যে ‘একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করবেন’ — এ প্রস্তাব জনগণ প্রশংসা করেছে।সভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।