আন্তর্জাতিক
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 1:54 PM
পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী সেপ্টেম্বর মাসে তিনি পাকিস্তানে যেতে পারেন বলে জানা গেছে।
পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে দেশটির পররাষ্ট্র দপ্তর এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ট্রাম্পের সম্ভাব্য সফর সম্পর্কে তিনি অবগত নন। এই বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
তবে এটি যদি নিশ্চিত হয় তবে প্রায় দুই দশকের মধ্যে এটাই হবে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। সর্বশেষ ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীরকে বৈঠকে আমন্ত্রণ জানান। তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করে হোয়াইট হাউস।
জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় গত মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। চারদিনের সংঘাত শেষে গত ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।
ডোনাল্ড ট্রাম্পের দাবি তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। ভারত অবশ্য তা মানতে নারাজ। কিন্তু পাকিস্তান এ ব্যাপারে ট্রাম্পকে ধন্যবাদও দিয়েছে। এজন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান।