Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

দুই তরুণের সঙ্গে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বন্যা

Picture of the author

24 Bangladesh

৪ আগস্ট, ২০২৫ | 7:09 AM

Picture of the author

যুগের পর যুগ একক কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সমসাময়িক পুরুষ কণ্ঠ খুব কমই সঙ্গ দিয়েছে তাকে। ক্যারিয়ারের এই পর্যায়ে দুই তরুণের সঙ্গে জুটি বাঁধলেন কিংবদন্তিসম এই সংগীতশিল্পী।


সম্প্রতি নবরূপে অবমুক্ত হয়েছে রবীন্দ্রসংগীত ‘শ্রাবণের ধারার মতো’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসকে সামনে রেখে প্রকাশিত এই গানে রয়েছে বিদায়-বেদনা। এতে বন্যাকে সঙ্গ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব ও বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘শ্রাবণের ধারার মতো’-এর সঙ্গে মিশে গেছে ‘বিথিকা’ ও ‘গীতাঞ্জলি’ থেকে নির্বাচিত কবিতার পঙ্ক্তিমালা। সংগীতচিত্রের আবহবাচনে কবিতা শুনিয়েছেন পোলাক।


রবীন্দ্রনাথের প্রয়াণের দিন ২২ শ্রাবণ স্মরণে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গানটি গাওয়ার সময় মনে হয়েছিল যেন নিজের ভেতরে এক স্তব্ধ প্রার্থনা জেগে উঠছে। রবীন্দ্রনাথ যে কেবল সুরের কবি নন, তিনি হৃদয়ের স্তব্ধতারও কবি, এই সংগীতচিত্রে আমরা সেটাই প্রকাশ করতে চেয়েছি। শ্রাবণ মানেই তো এক ধ্যান, এক অর্ঘ্য। আমি গভীর শ্রদ্ধায় এটি কবিগুরুকে নিবেদন করলাম।’

রবীন্দ্রশ্রদ্ধার্পণী ‘শ্রাবণের ধারার মতো’ গানটি ইউটিউবে অবমুক্ত হয়েছে গত ৩ আগস্ট। স্বপ্নীল প্রোডাকশনের চ্যানেলে সংগীতচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সজীব। সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ। এই প্রযোজনা প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘আমি চেয়েছিলাম শ্রোতারা কেবল না শুনে যেন গানটা অনুভবও করেন। শ্রাবণের ধারার মতো যে ভেজা-কান্না, সেই মনস্তাত্ত্বিক অনুভবটুকু শব্দে, সুরে ও কবিতায় ফুটে উঠুক। বন্যাদি সঙ্গে থাকায় আমাদের এই নির্মাণযাত্রা হয়ে উঠেছে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।


রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা গানের ভুবনের এক অনন্য সম্পদ। যার কণ্ঠে রবীন্দ্রনাথ ফিরে আসেন এক জীবন্ত অনুভবে। বাংলাদেশের স্বাধীনতা পদক, ভারতের পদ্মশ্রী পাওয়া এই শিল্পী রবীন্দ্রসংগীতকে দিয়েছেন আধুনিক এক রূপ।


তরুণ শিল্পী স্বপ্নীল সজীব বর্তমানে প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরেছেন রবীন্দ্রসংগীতকে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি হয়ে উঠছেন বাংলার মুখ। জাতিসংঘের যুব প্রতিনিধি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের এই শিল্পী সম্প্রতি ভারতের টেলি সিনে অ্যাওয়ার্ড, দুবাইয়ের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড এবং নেপালের ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ডে সম্মানিত হন।


    জনপ্রিয়

    সর্বশেষ