বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

আমিরাতে হাটহাজারী সমিতির অভিষেক অনুষ্ঠিত

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 1:32 PM

Picture of the author

ইউএই’র সকল প্রদেশ থেকে হাটহাজারী প্রবাসী এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়।

প্রবাসীদের মধ্যে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে আঞ্চলিক সংগঠন হাটহাজারী সমিতির নবনির্বাচিত (২০২৫-২৭) কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ জুন) রাতে আজমানে এক রেস্টুরেন্টের হল রুমে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সদস্য, ইউএই’র সকল প্রদেশ থেকে হাটহাজারী প্রবাসী এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়।

উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন, সিপ্লাস টিভির এডিটর আলমগীর অপু, আরশাদ হোসেন হিরু, আলহাজ্ব আজম খান, কাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান, আনসারুল হক আনসার সিআইপি, জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন, জসিম উদ্দিন পলাস, আব্দুল মান্নান, সানাউল্লাহ সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন বাবু, হাজী সেলিম সিআইপি, এনামুল হক এনাম, এনামুল হক চৌধুরীসহ প্রমুখ সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি মহৎ উদ্দেশ্য নিয়ে—মানুষের কল্যাণে কাজ করা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হাটহাজারী প্রবাসী এবং দেশে উপজেলার বুড়িশ্চর থেকে মন্দাকিনী পর্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল সংগঠনের মূল লক্ষ্য।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত মোহাম্মদ জমির উদ্দিনকে সভাপতি এবং খোরশেদ মোবারককে সাধারণ সম্পাদক করে গঠিত ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও সদস্য তালিকা প্রকাশ করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৈশভোজের মধ্য দিয়ে, যেখানে প্রবাসী হাটহাজারীবাসী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন প্রাণবন্ত পরিবেশে।


    জনপ্রিয়

    সর্বশেষ