Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

তথ্যপ্রযুক্তি

ওপেনএআইয়ের ‘জিপিটি-৫’ মডেল সবার জন্য বিনামূল্যে ব্যবহারের ঘোষণা মাইক্রোসফটের

Picture of the author

24 Bangladesh

৯ আগস্ট, ২০২৫ | 11:39 AM

Picture of the author

ওপেনএআইয়ের বহুল প্রতীক্ষিত জিপিটি-৫ মডেলটি সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। মাইক্রোসফটের কো-পাইলট ব্যবহারকারীরা নতুন এই মডেল বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।


ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নতুন মডেলটিকে 'আরও স্মার্ট, দ্রুত এবং কার্যকর' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জিপিটি-৫ এর মতো একটি প্রযুক্তি মানুষের ইতিহাসে আগে অকল্পনীয় ছিল।

মাইক্রোসফট মডেলটি সম্পর্কে বলছে, ওপেনএআই-এর এখন পর্যন্ত সেরা এআই সিস্টেম জিপিটি-৫। এটি তাদের বিভিন্ন পরিষেবায় যুক্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে। মডেলটি তাদের প্ল্যাটফর্মজুড়ে নতুন রিজনিং সক্ষমতা এবং কোডিং ও চ্যাটে উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে। অ্যাজুর প্ল্যাটফর্মে প্রশিক্ষিত জিপিটি-৫-এ ওপেনএআই-এর সর্বশেষ রিজনিং মডেলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।





    জনপ্রিয়

    সর্বশেষ