Logo
শনিবার, ১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ / August 16, 2025
শনিবার, ১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ / August 16, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি 'চিরাচরিত স্বভাব' বলছে ভারত

Picture of the author

24 Bangladesh

১২ আগস্ট, ২০২৫ | 8:11 AM

Picture of the author

যুক্তরাষ্ট্রে সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের ‘স্টক-ইন-ট্রেড’ বা চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে।


আসিম মুনির এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তার বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে। আসিম মুনিরের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।


বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ, তা নিয়ে সন্দেহ আছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্রে) মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। ভারত ইতিমধ্যে স্পষ্টস করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব।

এর আগে, পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় খোলাখুলিভাবে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দেন। তিনি বলেন, ভারত যদি ভবিষ্যতের কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়, তাহলে তার দেশ ‘বিশ্বের অর্ধেক’ ধ্বংস করে দেবে।


মুনির বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর জাতি। যদি আমরা মনে করি, আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে আমরা পৃথিবীর অর্ধেক আমাদের সঙ্গে নিয়ে মরব! এদিন সিন্ধু পানি চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেন আসিম মুনির। তিনি বলেন, ভারত যদি এই চুক্তির আওতায় কোনো বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান তা ১০টি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেবে।


মুনির আরও বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমরা তাদের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।


তথ্যসূত্র : এনডিটিভি।


    জনপ্রিয়

    সর্বশেষ