খেলা
24 Bangladesh
১৬ জুলাই, ২০২৫ | 11:52 AM
কোনও ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ। একের পর এক হার, আর প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের ব্যর্থতা- এমন পরিস্থিতিতে এক পশলা স্বস্তি হয়ে এসেছে যেন এক জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার সফরকারীদের সামনে সুযোগ লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো কোনও সিরিজ জয়ের। ওয়ানডে সিরিজে সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। এক সপ্তাহের ব্যবধানে কুড়ি ওভারের ক্রিকেটে ফের সুযোগ এসেছে আক্ষেপ দূর করার। এখন দেখার অপেক্ষা, সুযোগটা কাজে লাগাতে পারে কিনা লিটন দাসের দল।
গল টেস্টে ড্র, কলম্বোতে একটি ওয়ানডে জয়—এসব কিছুই ক্যান্ডি এনে দিতে পারেনি। বরং ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতেই সাত উইকেটে হার হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে। তবে সিরিজ থেকে ছিটকে না পড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের দাপুটে জয়ে সমতায় ফিরেছে লিটনরা। শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে ডাম্বুলা থেকে সোমবার কলম্বোতে পৌঁছায় বাংলাদেশ দল। উত্থান-পতনের মধ্য দিয়ে কাটানো সফরের এই শেষ টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে পারলে অন্তত একটি সিরিজ জয় নিয়ে দেশে ফিরতে পারবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, নাগরিক টিভি।
কলম্বোর এই স্টেডিয়ামকে চাইলে বাংলাদেশ দল নিজেদের পয়মন্ত ভেন্যু হিসেবে স্বীকৃতি দিতে পারে। এমনিতে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতে না বাংলাদেশ। সেই অর্থে শ্রীলঙ্কার এই মাঠে বাংলাদেশের সাফল্যের হার বেশি। এখানে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে ঐতিহাসিক দুটি জয় এসেছিল এই মাঠেই। এক টুর্নামেন্টে লঙ্কানদের দুই বার হারিয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টের পর থেকেই দুই দলের লড়াইয়ে দেখা মিলছে বাড়তি ঝাঁজ! সেই মাঠেই আজ বুধবার শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনও সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে।
তবে প্রেমাদাসায় বাংলাদেশের জন্য ম্যাচ জেতা সহজ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টস। আগের দুই ম্যাচে টস হারলেও খুব বেশি প্রভাব ছিলে না। তবে প্রেমাদাসায় টস ভাগ্য লিটনের পক্ষে আসতে হবে। তাহলে শুরুতেই এগিয়ে থাকা সম্ভব হবে। এই মাঠে ৫৮ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা দল জিতেছে ২৩ বার, পরে ব্যাট করা দল জিতেছে ৩৪ বার। ফলে লিটনদের টসে জিতে নিশ্চিত ভাবেই ফিল্ডিং নিতে হবে! নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার দেওয়া ২১৪ রান চেজ করেছিল। সেটি এই মাঠের এখন অব্দি সর্বোচ্চ সফল রান তাড়ার নজির। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে এই ভেন্যুতে পরে ব্যাটিং করাটা কতটা জরুরি।
পাশাপাশি প্রেমাদাসার উইকেট যেহেতু ব্যাটিং বান্ধব। ব্যাটারদের ভালো ব্যাটিং করার বিকল্প নেই। আগের দুটি টি-টোয়েন্টিতেই টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দ্বিতীয় ম্যাচে লিটন ও শামীমের ব্যাটিংয়ে শেষ রক্ষা হয়েছে। তবে আজ স্কোরবোর্ডে ভালো রান তুলতে হলে টপ অর্ডারের ভালো করার বিকল্প নেই। বাংলাদেশ দল যদি আগে বোলিং করে, সেক্ষেত্রে লঙ্কান টপ অর্ডারকেও চাপে রাখতে হবে। নয়তো বড় বিপদে পড়তে হবে। আগের ম্যাচে বোলিং হয়েছে দুর্দান্ত, আগের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে লঙ্কান ব্যাটিং লাইনআপে চাপ প্রয়োগ করা সম্ভব হবে।
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহদ্দিন সিরিজ জিততে আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সবশেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও আমাদের আছে। আশা আছে শেষটা যেন ভালোভাবে করতে পারি। আমরা ভালো খেলার চেষ্টা করবো। এই মুহূর্তে নতুনভাবে ভাবনার কিছু নেই। যে পরিকল্পনা নিয়ে খেলছি সেভাবেই খেলার চেষ্টা করবো।’
শ্রীলঙ্কায় বহুবার এসেও ফিরতে হয়েছে খালি হাতে। শ্রীলঙ্কার মাটিতে এখনও ধরা দেয়নি কোনও পূর্ণাঙ্গ সিরিজ জয়ের স্বাদ। এবারও টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। তবে টি–টোয়েন্টিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সিরিজ এখন ১–১ সমতায়। আজ জিততে পারলে পূরণ হবে বহুদিনের আক্ষেপ, লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়। লিটন-রিশাদরা কি পারবেন ইতিহাস লিখতে? অপেক্ষা এখন শেষ লড়াইয়ের।