বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

২৮ দিনে প্রবাসী আয় এলো ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 1:34 PM

Picture of the author

জুনের ২৮ দিনের প্রতিদিন গড়ে নয় কোটি ৬ লাখ ৮৯ হাজার ২৮৬ ডলার এসেছে। গত মে মাসে প্রতিদিন এসেছিল নয় কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৬৬৭ ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন এসেছিল আট কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার।

চলতি জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৩ কোটি ৯৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ২৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা)।


রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


জুনের ২৮ দিনের প্রতিদিন গড়ে নয় কোটি ৬ লাখ ৮৯ হাজার ২৮৬ ডলার এসেছে। গত মে মাসে প্রতিদিন এসেছিল নয় কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৬৬৭ ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন এসেছিল আট কোটি ৪৬ লাখ ২০ হাজার ডলার।

জুন মাসের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলার। এরমধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার।


    জনপ্রিয়

    সর্বশেষ

    24 Bangladesh