বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

জটিল রোগ নিয়ে হাসপাতালে দুইবারের ব্যালন ডি’অর জয়ী

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 9:49 AM

Picture of the author

স্পেন নারী দলের অন্যতম সেরা তারকা আইতানা বোনমাতি কঠিন রোগ মেনিনজাইটিসে (মস্তিষ্ক এবং মেরুদন্ডের চারপাশের ঝিল্লির প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউরো ২০২৫ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এই দুঃসংবাদ পেল স্পেন।

স্পেন নারী দলের অন্যতম সেরা তারকা আইতানা বোনমাতি কঠিন রোগ মেনিনজাইটিসে (মস্তিষ্ক এবং মেরুদন্ডের চারপাশের ঝিল্লির প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউরো ২০২৫ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এই দুঃসংবাদ পেল স্পেন।

২৭ বছর বয়সী বোনমাতি শুক্রবার জাপানের বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে অংশ নেননি। সেই ম্যাচ চলাকালে ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে ম্যাচ দেখার একটি ছবি শেয়ার করেন তিনি।

স্পেন কোচ মন্তসে তোমে সাংবাদিকদের বলেন, ‘ডাক্তাররা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস শব্দটা শুনলেই ভয় লাগে, কিন্তু আমাদের জানানো হয়েছে এটি এখন নিয়ন্ত্রিত।’

তবে তিনি আরো জানান, বোনমাতির কতদিন হাসপাতালে থাকতে হবে বা কখন মাঠে ফিরতে পারবেন—এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

বার্সেলোনার হয়ে খেলা বোনমাতি দুইবারের ব্যালন ডি’অর জয়ী এবং ২০২৩ ও ২০২৪ সালের ফিফা উইমেনস প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জয়ী।

জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ৩০টি গোল করেছেন এই মিডফিল্ডার। স্পেনের ২০২৩ বিশ্বকাপ এবং নারীদের নেশনস লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছস্পেন নারী দল ইউরো ২০২৫ আসরে গ্রুপ ‘বি’তে পর্তুগাল, বেলজিয়াম ও ইতালির সঙ্গে খেলবে। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।িল।



    জনপ্রিয়

    সর্বশেষ