বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

তাজিয়া মিছিলে নিরাপত্তায় থাকবে পুলিশের স্পেশাল ফোর্স

Picture of the author

24 Bangladesh

৩ জুলাই, ২০২৫ | 8:18 AM

Picture of the author

তাজিয়া মিছিলের সামনে, মধ্যে এবং পেছনে পুলিশের স্পেশাল ফোর্স নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

মো. সারওয়ার বলেন, ‘ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে।’

জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের প্রতি মনিটরিং করা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘তাজিয়া মিছিলের সামনে পেছনে ও মধ্যখানে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে। মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকান অপসারণ করা হবে।’

তিনি বলেন, ৬ জুলাই দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ ও চাকু নেয়া যাবে না।’



    জনপ্রিয়

    সর্বশেষ