খেলা
24 Bangladesh
২৫ জুন, ২০২৫ | 10:56 AM
কলম্বো টেস্টের প্রথম দিনেও সেই বৃষ্টি। গলে বৃষ্টি বেশ সময় কেড়ে নিয়েছিল। এখানেও বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। তার আগে ম্যাচে লাঞ্চ বিরতির পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ! এরপরই কলম্বোর আকাশ ভেঙে নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান। ইনিংসের মাঝপথে টপ অর্ডারের পতনে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে এসে কিছুটা স্থিতি আনেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে এ দুজন ২৬ বলে ১৪ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়েন।
মুশফিক অপরাজিত আছেন ১৫ বলে ৭ রানে, একটি চার মেরে। অন্যদিকে, লিটনের ১২ বলে ৮ রানের ইনিংসে আছে ভাগ্যযোগ। থারিন্দু রাত্নায়াকের এক বলে বেরিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে ডিপ মিডউইকেটে ফিল্ডার প্রবাথ জয়াসুরিয়ার ধীর প্রতিক্রিয়ায় রক্ষা পান লিটন। কেবল জীবনই নয়, একইসঙ্গে সেই বলটি চারেও পরিণত হয়।
এর আগে দিনের দ্বিতীয় সেশনে লাঞ্চের পরেই দ্রুত দুই উইকেট হারায় বাংলাদেশ। ফিফটির খুব কাছে পৌঁছে থামেন সাদমান ইসলাম। থারিন্দু রত্নায়াকের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েন তিনি, ৪৬ রান করে ফেরেন সাজঘরে। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ৮ রান করে বিদায় নেন আগের ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বিশ্ব ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
৯০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ঠিক তখনই বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়! স্কোর (বাংলাদেশ - প্রথম ইনিংস): ৩৩.২ ওভারে ৯০/৪