Logo
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

গর্ভপাতের পরও আমি শুটিং চালিয়ে গেছি

Picture of the author

24 Bangladesh

২৮ জুলাই, ২০২৫ | 6:48 AM

Picture of the author

ভারতীয় রাজনীতিক ও টেলিভিশন অভিনেত্রী স্মৃতি ইরানি পরিচিতি পান ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র তুলসী চরিত্র দিয়ে। তবে এই সফলতার আড়ালে ছিল একের পর এক কঠিন বাস্তবতা।


সম্প্রতি এক পডকাস্টে স্মৃতি খোলাখুলি জানিয়েছেন, কীভাবে গর্ভপাতের মধ্যেও কাজ চালিয়ে যেতে হয়েছিল তাঁকে। এমনকি সন্তানের জন্মের পর মাত্র তিন দিনের মাথায় শুটিং ফ্লোরে ফিরতে হরাজ শামানির পডকাস্টে স্মৃতি বলেন, ‘আমার ছেলে তখন মাত্র তিন দিন বয়সী। আমি “কিউকি”র সেটে ফিরে এসেছিলাম। কেন? কারণ, রাত সাড়ে ১০টায় প্রতিদিন দর্শকেরা নতুন পর্ব দেখতে চাইতেন।’ তখন স্মৃতি শুধু নতুন মা নন, বরং একই সঙ্গে সামাল দিচ্ছিলেন শারীরিক ক্লান্তি, মানসিক যন্ত্রণা ও নিদারুণ কাজের চাপ। তিনি জানান, ‘গর্ভপাতের পরও আমি শুটিং চালিয়ে গোলিয়ে গেছি।


স্মৃতি আরও বলেন, প্রযোজক রবি চোপড়া তাঁকে মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছিলেন। কিন্তু দৈনিক ধারাবাহিকের চাপে বিশ্রামের কোনো সুযোগ ছিল না। স্মৃতি বলেন, ‘প্রোডাকশনের কেউ একজন গিয়ে বলেছিল,“আমরা তো শুটিংয়ের জন্য রেডি, কিন্তু স্মৃতি ইরানি আসছে না। ও মিথ্যা বলছে, ওর কিছুই হয়নি।” তখন আমাকে হাসপাতালের রিপোর্ট নিয়ে যেতে হয়েছিল প্রমাণ করার জন্য যে সত্যিই আমার গর্ভপাত হয়েছিল।’


কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সন্তান জন্মের ঠিক পরদিন হাসপাতালের বেডে থাকা অবস্থায় তিনি পেয়েছিলেন ছাঁটাইয়ের বার্তা। স্মৃতি বলেন, ‘আমি তখন সদ্য সন্তান জন্ম দিয়েছি, হাসপাতালে। হঠাৎ একটি বার্তা পেলাম, “আপনাকে বরখাস্ত করা হলো।” অথচ তার আগের দিনই আমি শুটিং করেছিলাম। ওরা যেন শুধু হাসপাতালের জন্য অপেক্ষা করছিল, তারপরই খবরটা জানাল।স্মৃতির দাবি, প্রযোজকেরা তাঁর আগে ধারণ করা পর্বগুলো ব্যবহার করে নতুন একজন অভিনেত্রীকে আনার পরিকল্পনা করেছিলেন।


এসবের জন্য স্মৃতি কখনো প্রতিশোধ নেননি। বরং স্মৃতি বলেন, ‘আমি শুধু হেসেছিলাম। আমি জানতাম, কর্মফল ঠিকই হবে। তারা বড় নাম নিয়ে বড় কিছু দেখাতে চেয়েছিল। কিন্তু সেই শো আর কখনো শুরুই হয়নি।’



    জনপ্রিয়

    সর্বশেষ