বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

ন্যান্সির বিদ্রুপাত্মক পোস্ট, শিল্পীসুলভ আচরণের আহ্বান সালমার

Picture of the author

24 Bangladesh

২৬ জুন, ২০২৫ | 9:40 AM

Picture of the author

হঠাৎ করেই ভক্তদের দুঃসংবাদ দিলেন দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা। জানালেন নিজের বিবাহবিচ্ছেদের কথা। ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এ গায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি এই তথ্য জানান।

হঠাৎ করেই ভক্তদের দুঃসংবাদ দিলেন দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা। জানালেন নিজের বিবাহবিচ্ছেদের কথা। ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এ গায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি এই তথ্য জানান।

যদিও তার সংসার নিয়ে টানাপোড়েনের ঘটনা শোবিজের অনেকেই জানতেন। কনা এবং তার প্রাক্তন স্বামী গহীন অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন। কিন্তু চেষ্টা করেছেন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে। সে কথাই গতকাল গহীন তার এক ফেসবুক স্ট্যাটাসে জানান। কিন্তু শেষরক্ষা হয়নি, বিচ্ছেদের পথেই যেতে হয়েছে দুজনের।

কণার বিচ্ছেদের ঘোষণার পরই গায়িকার স্বামী মো. ইফতেখার গহীন এক পোস্টে লেখেন ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। নিজের ফেসবুকে কনাকে মেনশন করে তিনি লিখেছিলেন, ‘যারাই কনাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার এখন পর্যন্ত দিলশাদ নাহার কনার স্বামী। তাকে নিয়ে যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো।’


এরপর তিনি আরো লিখেছিলেন, ‘আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুই জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারাবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরণের যত্তসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব।’


এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর আইডিতে। আগের পোস্ট মুছে ফেলেছেন তিনি। অর্থাৎ তাদের যে বিচ্ছেদ হয়ে গেছে তা একেবারেই স্পষ্ট।

দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর আইডিতে। আগের পোস্ট মুছে ফেলেছেন তিনি। অর্থাৎ তাদের যে বিচ্ছেদ হয়ে গেছে তা একেবারেই স্পষ্ট।

দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।









    জনপ্রিয়

    সর্বশেষ