সোমবার, ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 21, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

দেশটা যেন ভালোর দিকে যায়, নিহত রুদ্রর বাবা

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 8:17 AM

Picture of the author

‘আমার ছেলে গত বছর ১৮ জুলাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে নিহত হয়। আমার একটাই ছেলে। ছেলেকে হারিয়ে আমি একা হয়ে গেছি। দেশটাকে ভালো রাখার জন্যই আমার ছেলে জীবন দিয়েছে। আমার একটাই চাওয়া, দেশটা যেন স্বৈরাচারমুক্ত হয়, দেশটা যেন ভালোর দিকে যায়।’


আজ শনিবার সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে এসে কথাগুলো বলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের নিহত শিক্ষার্থী রুদ্র সেনের বাবা সুবীর কুমার সেন।


জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সকাল সাড়ে নয়টায় এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের শহীদ ৮ জনের স্মরণে ৮টি বৃক্ষরোপণের পাশাপাশি জেলায় মোট ৮ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে দিনাজপুর বন বিভাগ।


জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার ১০৩টি ইউনিয়নের স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সড়ক-মাঠের ধারে, নদীর পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। সকালের মধ্যে সব জায়গায় রোপণ সম্পন্ন হবে।


এ কর্মসূচি সফল করতে ছাত্র-শিক্ষক, কৃষক, স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি–পেশার মানুষ একযোগকর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) আনিছুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম প্রমুখ।



রুদ্র সেন ছাড়াও জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে দিনাজপুরের আরও সাতজন শহীদ হয়েছেন। তাঁরা হলেন—আসাদুল হক বাবু, আশিকুল ইসলাম, মাসুম রেজা, মো. শিমুল, রবিউল ইসলাম, আল আমীন ইসলাম ও সুমন পাটোয়ারী



    জনপ্রিয়

    সর্বশেষ