মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 12:32 PM

Picture of the author

ইসরায়েলর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। এই অবস্থায় আগামী তিন দিন বাড়িতে বসে দাফতরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে।


এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৭৫ বছর বয়সি নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।


বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।


২০২৩ সালে ইসরায়েলর প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।





    জনপ্রিয়

    সর্বশেষ