ধর্ম
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 7:57 AM
দয়াময় আল্লাহতায়ালার অসংখ্য নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা বান্দার কর্তব্য। বিশেষত ভালো কাজ অব্যাহত রাখার মাধ্যমে এ কৃতজ্ঞতা জানানো যায়। আর ভালো কাজ ইবাদতের নামান্তর।
ভালো কাজ অব্যাহত রাখতে একটি দোয়া বেশি বেশি পড়ার কথা বলেন ইসলামি স্কলাররা। দোয়াটি কোরআনে কারিমের আয়াতের অংশ।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে-رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণ: রাব্বি আওজিনি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়াআলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহলি ফি জুররিইয়্যাতি, ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন।