খেলা
24 Bangladesh
২৪ জুলাই, ২০২৫ | 12:35 PM
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। এছাড়া অনেকে আহত হয়েছেন। তারই প্রেক্ষিতে একটি মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ বিসিবি দান করবে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, 'বাংলাদেশে ক্রিকেট শুধুই একটি খেলা নয়—এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোকের এই সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের আর্তনাদে আমাদের হৃদয় বিদীর্ণ। বিসিবি এ ক্ষত সামাল দিতে সামান্য ভূমিকা রাখতে পেরে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা ও সহানুভূতি সব সময় তাদের সঙ্গে থাকবে।'
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকা সকল দর্শক ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি। কারণ তাদের টিকিট কেনার মাধ্যমেই সম্ভব হচ্ছে এই মানবিক সহায়তা।