বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

ভুল সিগন্যালে থামেনি ট্রেন, ৪ জন সাময়িক বরখাস্ত

Picture of the author

24 Bangladesh

১৪ জুলাই, ২০২৫ | 7:07 AM

Picture of the author

কুমিল্লার নাঙ্গলকোট স্টেশনের কাছে চট্টলা এক্সপ্রেস। একটু পর দেবে যাত্রাবিরতি। এদিকে চট্টগ্রাম যাওয়ার জন্য নাঙ্গলকোট স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। কিন্তু বিধি বাম! কিছু সময় ধরে ব্যাগ গোছানো যাত্রীরা নামতে পারলেন না, উঠতে পারলেন না অপেক্ষমাণরাও। চোখের সামনেই ট্রেন চলে গেলো অন্য স্টেশনে। এতে ওই স্টেশনে শোরগোল বেঁধে যায়।


রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার, গার্ড ও দুই ট্রেনচালককে বরখাস্ত করা হয়েছে।


সূত্র জানায়, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নম্বর ৮০২। সুবর্ণ এক্সপ্রেসের নম্বর ৭০২। চট্টলা এক্সপ্রেস ট্রেন ৬টা ২১ মিনিটে নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। গত কয়েক মাস ধরে নির্ধারিত সূচিতে ট্রেনটি চলাচল করছে না। প্রায় প্রতিদিনই এক থেকে তিন ঘণ্টা বিলম্ব হচ্ছে। রবিবার এক ঘণ্টা ৫ মিনিট বিলম্বে ৭টা ২৬ মিনিটে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে ট্রেনটি। যদিও এটি নাঙ্গলকোট যাত্রাবিরতি দেওয়ার কথা। অপরদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করে। যার কারণে তালগোল পাকিয়ে ফেলেন স্টেশন মাস্টার। তিনি ভুলে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়ায় চট্টলা চলে যায় পরের স্টেশন হাসানপুরে। এদিকে ভুলের কারণে নাঙ্গলকোটে স্টপেজ দেয় বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। অপেক্ষমাণ যাত্রীরা ওই ট্রেনে করেই শেষমেশ চট্টগ্রাম পৌঁছান।


চট্টলা এক্সপ্রেসে কুমিল্লা থেকে নাঙ্গলকোট যাচ্ছিলেন আলী হায়দার নামে এক যাত্রী। তিনি বলেন, ‘নামার প্রস্তুতি নিচ্ছিলাম। বগির ভেতর থেকে দরজার কাছাকাছি চলে এসেছি। হঠাৎ দেখি ট্রেন আর থামেনি। ট্রেনের ভেতর নাঙ্গলকোটের অনেক যাত্রী ছিল। তারা চেঁচামেচি শুরু করেন। এদিকে এ সময়ে ফিরতি কোনও ট্রেন ছিল না। বাড়তি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আবার নাঙ্গলকোট ফেরত আসি।’


নাঙ্গলকোটের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জানান, দুটি ট্রেনের নম্বরের শেষে দুই আছে। ওই সময়ের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার ৮০২ কে ৭০২ মনে করে লাইন ক্লিয়ার দিয়ে দেন। ওই সময়ে চালক ও গার্ড দক্ষতার পরিচয় দিলে এমন ভুল হতো না। মোটকথা সহকারী স্টেশন মাস্টার, চালক ও গার্ড সবার অসাবধানতার কারণে এমন ভুল হয়েছে

    জনপ্রিয়

    সর্বশেষ