আন্তর্জাতিক
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 7:26 AM
ইরানে ইতোমধ্যেই বিপর্যস্ত অঞ্চলে মার্কিন হামলা বিপজ্জনক মোড় নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।রোববার (২২ জুন) জাতিসংঘে চলা নিরাপত্তা পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের জরুরি বিশেষ এই অধিবেশনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা হলো প্রধান আলোচনার বিষয়।অধিবেশনে আন্তোনিও গুতেরেস বলেন, আমরা এখন প্রতিশোধের পর প্রতিশোধের গর্তে পতিত হওয়ার ঝুঁকিতে আছি। এটি এড়াতে, কূটনৈতিকভাবে জয়ী হতে হবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে, নিরাপদ সামুদ্রিক নৌ চলাচল নিশ্চিত করতে হবে। যুদ্ধ বন্ধ করতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর, টেকসই আলোচনায় ফিরে আসার জন্য আমাদের অবিলম্বে এবং সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি। ইরানকে অবশ্যই এটিকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে। সমস্ত সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম অনুসারে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো এবং সকল প্রচেষ্টাকে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত।