খেলা
24 Bangladesh
৯ আগস্ট, ২০২৫ | 10:11 AM
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। সেই মঞ্চে লড়তে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান গতকাল শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়ার আগে জানিয়ে গেলেন স্পষ্ট বার্তা-শুধু ফাইনাল নয়, এবার লক্ষ্য শিরোপা।
গত বছর প্রথমবার এই টুর্নামেন্টে খেলেই ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ ‘এ’, তবে শিরোপা হাতছাড়া হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে। এবার সেই ভুল শুধরে সেরা পারফরম্যান্সের মাধ্যমে ট্রফি জেতাই সোহানের স্বপ্ন।
বিমানবন্দরে সোহান বলছিলেন, ‘আমরা যে পরিবেশে খেলতে যাচ্ছি, তা সবার জন্য বড় চ্যালেঞ্জ এবং ভালো সুযোগও। শতভাগ দিয়ে খেললে, দল হিসেবে খেললে এবং প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশন সম্পর্কে সচেতন এই উইকেটকিপার-ব্যাটার জানালেন, চ্যালেঞ্জকে জয় করেই ফিরবেন দেশের মাটিতে, ‘অবশ্যই সেই আশা করছি-ইনশাআল্লাহ শিরোপা নিয়েই ফিরব।’
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায়, ডারউইনের টিআইও স্টেডিয়ামে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে। প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে থাকছে মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নেপাল, পার্থ স্কোর্চার্স ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
বাংলাদেশ ‘এ’ দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।