আন্তর্জাতিক
24 Bangladesh
২৫ জুন, ২০২৫ | 2:06 PM
সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা সময় আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বাড়িয়েছে ইরান।
বুধবার ইরানের আধা-সরকারি মেহের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রীর মুখপাত্র মাজিদ আখাভানকে উদ্ধৃত করেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মাজিদ আখাভান বলেছেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো এয়ারলাইন্স বা তাদের এজেন্টরা টিকেট বিক্রি করতে পারবে না।
এর আগে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করে ইরান।