বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

মেসির কাছ থেকে জার্সি জুতা নিয়ে গেলেন দেম্বেলে

Picture of the author

24 Bangladesh

৩০ জুন, ২০২৫ | 9:12 AM

Picture of the author

নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন দেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়।

 ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি মেসির ইন্টার মায়ামি। ম্যাচে ৪–০ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি। এদিন প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দেখা গেছে মেসিসুলভ কিছু ঝলক। যদিও তা ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না।


ম্যাচে পিএসজি তারকাদের ছায়ায় ঢাকা পড়লেও ম্যাচ শেষে কিন্তু মেসিই ছিলেন উদ্‌যাপনের মধ্যমণি। একটা কারণ তো অনেকের সঙ্গে দীর্ঘ সময় পর মাঠে দেখা। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই মৌসুম পিএসজিতেই কাটিয়ে এসেছে মেসি। আরেক কারণ মেসির মহাতারকা সত্তা।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পিএসজির খেলোয়াড়দের মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গেছে। প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা–খিচা কাভারাস্কেইয়াকে। এরপর লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিদের।


পরে আবার ড্রেসিংরুমেও মেসির সঙ্গে আলাদা করে দেখা করতে যান তাঁরা। তবে পিএসজি তারকাদের মধ্যে মেসিকে একরকম ‘লুটে’ নিয়েছেন তাঁরই সাবেক সতীর্থ উসমান দেম্বেলে। ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়ে নিয়েছেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এবারের ব্যালন ডি’অরের জোরালো দাবিদার দেম্বেলে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে তাঁর ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন দেম্বেলে। আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’

শুধু পোস্ট নয়, নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন দেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়।


বলা যায়, মেসি যা পরে খেলেছেন, সবই নিয়ে নিয়েছেন দেম্বেলে। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কাছ থেকে নেওয়া জার্সির ছবিও স্টোরিতে দিয়েছেন দেম্বেলে। পাশাপাশি ইন্টার মায়ামির মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন এই পিএসজি তারকা।





    জনপ্রিয়

    সর্বশেষ