বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করবো

Picture of the author

24 Bangladesh

১৩ জুলাই, ২০২৫ | 2:42 PM

Picture of the author

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ,আমরা বলেছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটি নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করবো। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছু আমরা নতুন করে সাজাবো। আর এই জন্যই আমরা লড়াই করে যাচ্ছি।


তিনি বলেন, কেউ যদি মনে করে তারা ভয় দেখিয়ে, তারা পেশিশক্তি ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ ও লুটতরাজের রাষ্ট্র তৈরি করবে, তা আমরা হতে দেব না। 


রোববার জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে তিনি এসব কথা বলেনএর আগে বেলা ১১টায় শহরের সিও অফিস মোড় থেকে পদযাত্রা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পদযাত্রার কর্মসূচি বাতিল করা হয়।


সমাবেশ এনসিপি প্রধান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যে সরকার ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল, মানুষের ওপর এমন কোনও নির্যাতন নেই যে এই সরকার করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু গত সরকার করেছে। তিন তিনবার ভোট দিতে পারিনি। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের সব বাহিনী। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছিল, হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল।


তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে, আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া বন্দোবস্ত ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় স্লোগান ছিল বৈষম্যবিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সঙ্গে বৈষম্য, গরিবের সঙ্গে বৈষম্য দূর করতে হবে।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সঙ্গে অনেক দল-মত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজ যদি কেউ না থাকে, আমরা যেহেতু রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা রাজপথে নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা রাজপথে নেমে শহীদ হয়েছিলেন, আমরা তাদের প্রতি দায়বদ্ধ। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছুই হোক না কেন আমাদের রাজপথে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।




    জনপ্রিয়

    সর্বশেষ