জাতীয়
24 Bangladesh
১৬ জুন, ২০২৫ | 7:10 PM
সোমবার রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, “আমরা এনপিটি থেকে বেরিয়ে যেতে পারি। কারণ সম্প্রতি যা যা হচ্ছে, তাতে আমাদের একটা যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। এনপিটিতে ইরান থাকবে কি না— এ ইস্যুতে মজলিশের এমপিদের ভোটাভুটি হবে। এ সংক্রান্ত একটি বিল প্রস্তুতের কাজ শুরু হয়েছে।”
১৯৭০ সালে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী দেশটিতে ক্ষমতাসীন ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলইরান