বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

শেরপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 11:52 AM

Picture of the author

শেরপুরে ইউনাইটেড নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বটতলা এলাকার ওই হাসপাতাল থেকে বোরকাপরা এক নারী ওই শিশুকে নিয়ে যান।

শেরপুরে ইউনাইটেড নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বটতলা এলাকার ওই হাসপাতাল থেকে বোরকাপরা এক নারী ওই শিশুকে নিয়ে যান।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, গত বুধবার শহরের চাপাতলি মহল্লার ব্যবসায়ী মো. ফিরোজ মিয়ার স্ত্রী আবেদাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজার হলে প্রসূতি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন। তখন থেকে ফিরোজের সঙ্গে তার মাসহ দুজন আত্মীয় ছিল। এ সময় একজন অজ্ঞাতপরিচয় নারী তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে। তার এক আত্মীয় হাসপাতালে ভর্তি আছে বলে জানায়।

শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে যান। একই সময় অন্য স্বজনরা বাইরে থাকায় ওই নারী নবজাতককে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। তারা অভিযোগ করেন এ ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশ রয়েছে। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরকা পরিহিত ওই মহিলা শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

শিশুটির বাবা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আইনি পদক্ষেপ নিব।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম দিদার, ওই নারী হাসপাতালে তাদের পাশের বেডে ছিল। তাকে সন্দেহজনক হলে আমাদের জানাতে পারতেন তারা। কিন্তু সেটি করেন নি। আমরা কীভাবে বুঝবো কে রোগীর স্বজন আর কে স্বজন না? আমরা সুনামের সঙ্গে ব্যবসা করছি। এ ধরনের অভিযোগ সঠিক না।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






    জনপ্রিয়

    সর্বশেষ