বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

আরও কয়েকদিন চলবে বৃষ্টিপাত

Picture of the author

24 Bangladesh

৯ জুলাই, ২০২৫ | 7:38 AM

Picture of the author

সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে।

এতে আরও বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এর প্রভাবে সারাদেশেই বাড়ছে বৃষ্টির প্রবণতা।

বুধবার (৯ জুলাই) থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১১ জুলাই) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু জায়গায় ভারী বর্ষণও হতে পারে।

শনিবার (১২ জুলাই) ও রবিবার (১৩ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই নদী তীরবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ