সারাদেশ
24 Bangladesh
২০ জুলাই, ২০২৫ | 11:51 AM
সুনামগঞ্জের রক্তি নদী থেকে একটি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) ভোরে জেলার রক্তি নদীর নেয়ামতপুর সেতুসংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ দল এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর সেতুসংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এ সময় সেখান থেকে মালিকবিহীন একটি স্টিল কাঠামোর নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা,১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাঁচের গ্লাস,দুই লাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করা হয়।
আটক পণ্যের মূল্য আনুমানিক এক কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।