বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

নাটোরে কিশোর গ্যাং-ইমো প্রতারকচক্রের ১২ সদস্য আটক

Picture of the author

24 Bangladesh

৯ জুলাই, ২০২৫ | 8:52 AM

Picture of the author

নাটোরের লালপুর থেকে কিশোর গ্যাং অনলাইন প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।


বুধবার (৯ জুলাই) ভোর ৫টায় উপজেলার বিড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


এসময় তাদের কাছ থেকে ১৬টি এন্ড্রয়েড মোবাইল ১২টি বাটন মোবাইল, ৩০টি সিম, পাঁচ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল ডিন মারিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোরকে আটক করা। এই গ্যাংয়ের সদস্যরা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে ছেলে ও মেয়ে কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়তো। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


    জনপ্রিয়

    সর্বশেষ