Logo
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
আজকের শিরোনাম:

ধর্ম

আইন লঙ্ঘন করায় মক্কায় ২৫ হোটেল বন্ধ

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 11:49 AM

Picture of the author

চলতি জুলাই মাসে পবিত্র নগরী মক্কায় ২৫টি হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়।


বৈধ লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মান ও অতিথিদের নিরাপত্তা সম্পর্কিত নিয়মকানুন লঙ্ঘনসহ বেশ কয়েকটি অনিয়ম নজরে আসার পর এই হোটেলগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে বলো পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।


মুসলিম বিশ্বের পবিত্রতম স্থানে হজ-উমরা পালনকারীদের আতিথেয়তায় প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় সব শর্ত পূরণ করছে কি-না এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নিয়মিত পরিদর্শন অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

সৌদি গেজেটের খবরে বলা হয়, উমরা এবং হজের ব্যস্ত মৌসুমে আগতযাত্রীদের জন্য পরিষেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্য অর্জনে এই উদ্যোগ দেওয়া হয়েছে।


মন্ত্রণালয় আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়ে সতর্ক করে দিয়েছে, আইন অমান্যের জন্য ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, বন্ধের আদেশ অথবা উভয়ই শাস্তি দেওয়া হতে পারে।

পরিষেবার মান উন্নত করতে, অতিথিদের সুরক্ষা এবং একটি প্রধান ধর্মীয় পর্যটন গন্তব্য হিসেবে মক্কার সুনাম বজায় রাখতে এসব নিয়ম প্রয়োগ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি পর্যটন মন্ত্রণালয়।

এর আগে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় অনুমোদনহীন আবাসনে উমরাযাত্রী রাখার দায়ে ১৪টি উমরা কোম্পানির লাইসেন্স বাতিল করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজের পর শুরু হওয়া উমরা মৌসুমে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। নতুন নিয়মে নির্দিষ্ট হোটেল ও পরিবহন সেবা কোম্পানিগুলোর কাছ থেকে নিতে হয় উমরা যাত্রীদের। এমতাবস্থায় মন্ত্রণালয় সব উমরা কোম্পানি এবং প্রতিষ্ঠানকে অনুমোদিত নিয়মকানুন এবং নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং নির্ধারিত সময়সূচী অনুসারে পরিষেবা প্রদানের আহ্বান জানিয়েছে।




    জনপ্রিয়

    সর্বশেষ