আন্তর্জাতিক
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 7:18 AM
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, “জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা এখনই সেই শাস্তি পাচ্ছে।”
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) রোববার তার এই বিবৃতি প্রকাশ করা হয়। খবর আল–জাজিরার।
গত ১৩ জুন ইরানের একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনি তার বাসভবন ত্যাগ করে গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সরাসরি যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন।
৮৬ বছর বয়সী এই নেতা আশঙ্কা করছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার পরিকল্পনা করতে পারে। এর ফলে ইরানে ক্ষমতার শূন্যতা দেখা দিতে পারে—এমন সম্ভাবনার কথা মাথায় রেখে তিনি ইতোমধ্যে সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন।
ইরানে আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ ও সামরিক বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা রয়েছে আয়াতুল্লাহ খামেনির হাতে। তাই তার নিরাপত্তা ও নেতৃত্বের ধারাবাহিকতা ইরানের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা।