Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

নতুন রূপে ফিরছেন স্পাইডার-ম্যান

Picture of the author

24 Bangladesh

৩ আগস্ট, ২০২৫ | 9:45 AM

Picture of the author

অবশেষে টম হল্যান্ড উন্মোচন করলেন তার নতুন স্পাইডার-ম্যান স্যুটের প্রথম ঝলক। ন্যাশনাল স্পাইডার-ম্যান ডে উপলক্ষে ১ আগস্ট প্রকাশিত একটি টিজারের পর, শনিবার (২ আগস্ট) সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেন তিনি। 


সেখানে দেখা যায়, হল্যান্ড অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে বলেন, “আমরা তৈরি।” ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

নতুন স্যুটে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। আগের তুলনায় এতে লাল ও নীল রঙ আরও উজ্জ্বল, এবং স্যুটের মাঝখানে বড় স্পাইডার লোগো নজরকাড়া। অনেকে বলছেন, এর ডিজাইনে টবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডি স্যুটের ছাপ রয়েছে, যা ভক্তদের জন্য এক ধরনের নস্টালজিক ট্রিবিউট।

এই নতুন স্যুটটি দেখা যাবে আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। এটি হবে ২০২১ সালের ‘নো ওয়ে হোম’-এর পরবর্তী অধ্যায়, যেখানে পিটার পার্কার মাল্টিভার্সকে রক্ষার জন্য নিজের পরিচয়ের স্মৃতি মুছে ফেলতে বাধ্য হন।

নতুন স্যুট এবং আসন্ন সিনেমা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। অনেকেই বলছেন, টম হল্যান্ডের এই রূপান্তর যেন পুরোনো স্পাইডার-ম্যানদের প্রতি এক অন্তরঙ্গ শ্রদ্ধা—যেখানে অতীতের আবেগ মিশে গেছে নতুন গল্পের ছাঁচে। 


সূত্র: হলিউড রিপোর্টার



    জনপ্রিয়

    সর্বশেষ