Logo
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
মঙ্গলবার, ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 29, 2025
আজকের শিরোনাম:

খেলা

গিল এবার ব্র্যাডম্যানের পাশে

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 1:35 PM

Picture of the author

টেস্ট ক্রিকেটে ভারত পেয়েছে এক নতুন কাণ্ডারি-নাম শুবমান গিল। রোহিত শর্মার অবসরের পর টেস্ট নেতৃত্ব পেয়ে যেভাবে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন, তা শুধু প্রশংসার নয়, রীতিমতো ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করে গিল বসেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পাশে।

চতুর্থ দিনের শেষ বিকেলে উইকেটে সেট হওয়া গিল আজ পঞ্চম দিন সকালে ছিলেন অতি সাবধানী। ৯০ ছুঁয়ে পরের ১০ রান তুলতে খেলেছেন ৩৬ বল। ২২৮ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্টে ঠেলে। শেষ পর্যন্ত জফ্রা আর্চারের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ১০৩ রানে, ১২ চারসহ ২৩৮ বলে ৩৭৯ মিনিট ক্রিজে কাটিয়ে।


চলতি সিরিজে এটি গিলের চতুর্থ সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে এত সেঞ্চুরি আর করেননি কেউ। শুধু ব্র্যাডম্যান ১৯৩০ সালের অ্যাশেজে সাত ইনিংসে করেছিলেন চারটি শতক। এবার সেই কীর্তির পাশে জায়গা করে নিলেন গিলও।

আর সব প্রতিপক্ষ মিলিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক সিরিজে চার শতক পেয়েছেন কেবল সুনিল গাভাস্কার ও বিরাট কোহলি। গিল হলেন তৃতীয়।


নেতৃত্বের অভিষেক সিরিজেই চার শতক করা প্রথম অধিনায়ক এখন গিল। পেছনে ফেলেছেন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকেও, যাঁরা নিজেদের প্রথম সিরিজে সর্বোচ্চ তিনটি শতক করেছিলেন।

অধিনায়ক হিসেবে এক সিরিজে চার শতক করা কীর্তিতে গিলের পাশে আছেন কেবল গাভাস্কার (১৯৭৮–৭৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও ব্র্যাডম্যান (১৯৪৭–৪৮, ভারতের বিপক্ষে)। গিলের সামনে এখন সুযোগ রয়েছে আরও বড় কিছু করার, কারণ সিরিজে এখনো একটি টেস্ট বাকি।



পরিসংখ্যানে গিলের রাজত্ব



# ৭২২ রান: অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে এখন পর্যন্ত গিলের সংগ্রহ। এই তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে, সবার ওপরে ডন ব্র্যাডম্যান (৮১০ রান, ১৯৩৬–৩৭ ইংল্যান্ড সিরিজ)।






    জনপ্রিয়

    সর্বশেষ