Logo
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
আজকের শিরোনাম:

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতা পিন্টুর সমবেদনা

Picture of the author

24 Bangladesh

২৭ জুলাই, ২০২৫ | 11:16 AM

Picture of the author

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আজ দুপুরে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমাইয়ার (৯) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিহত তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে শান্তনা দেন। এ সময় নিহতের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।


এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম পিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ আপনার সাথে দেখা করতে এসেছি। তিনি আপনাদের সব সময় খোঁজ খবর রাখছেন। আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। আপনাদের পাশে বিএনপি পরিবার সব সময় থাকবে।


এ সময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতৃবৃন্দ নিহত দুই শিক্ষার্থীর কবর জিয়ারত করেন।

উল্লেখ, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।


    জনপ্রিয়

    সর্বশেষ