খেলা
24 Bangladesh
২৩ জুন, ২০২৫ | 10:12 AM
কাল বাদে পরশু শুরু কলম্বো টেস্ট। যে মাঠে খেলা হবে, সেই সিংহলিজ স্পোর্টস ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। কথা বলতে অবশ্য সবই ফ্ল্যাশব্যাক বিষয়াদি। নতুন কোনো প্রসঙ্গ নেই, ভবিষ্যৎমুখী নেই। পরশু থেকে শুরু কলম্বো টেস্টের কথা সামান্য উচ্চারিত হলো কেবল মেহেদী হাসান মিরাজের ফেরার প্রসঙ্গেই।
নাজমুলের কাছে প্রশ্ন গেছে মূলত দুটি বিষয়ে। দুটোই পুরোনো চর্চিত বিষয়। এক. সমালোচকেরা বলছেন, গলে নিজের আর মুশফিকুর রহিমের ব্যক্তিগত অর্জনের কথা চিন্তা করেই নাকি আরও আগে ইনিংস ঘোষণা দেননি অধিনায়ক নাজমুল হোসেন। ইনিংসটা আরও আগে ঘোষণা করলে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে অলআউট করার যথেষ্ট সময় পেত বাংলাদেশ, থাকত জয়ের সম্ভাবনা। কিন্তু সেটা না করে তারা খেললেন ‘ব্যক্তিগত অর্জন’ আর ড্রয়ের জন্য।
নাজমুল মার্জিত ভাষায় সে ধারণার তীব্র প্রতিবাদই করলেন আজ, ‘হয়তো ঝুঁকি নিতে পারতাম বা আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল, এ রকম অনেকে যার যার জায়গা থেকে বলতেই পারেন। তবে আমার মনে হয় না, না জেনে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ করা উচিত।’
গল টেস্টের পঞ্চম দিনের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগত মাইলফলকের জন্য আমাদের ড্রেসিংরুমে কেউ খেলে না। কন্ডিশন দেখে এবং ড্রেসিংরুমে থাকা কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে কথা বলে দলের জন্য যেটা ভালো মনে হয়েছে, সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’
শ্রীলঙ্কার সঙ্গে তাদের মাটিতে ড্র করাটাও যে বাংলাদেশের জন্য ভালো ফলাফল, মনে করিয়ে দিয়েছেন সেটাও, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো স্মৃতি খুব বেশি নেই। তারপরও এ রকম একটা টেস্টে আমরা দাপট দেখিয়ে ড্র করতে পেরেছি, এটা ভালো। সব মিলিয়ে গত টেস্টটা আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি এই টেস্টেও সেটা পারব।’