শুক্রবার, ১০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 25, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

সূচকে বড় উত্থান, ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

Picture of the author

24 Bangladesh

২৩ জুলাই, ২০২৫ | 9:56 AM

Picture of the author

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জুলাই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।


আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। ফলে, পুঁজিবাজার কিছুদিন ধরে ইতিবাচক ধারায় আছে। এর মধ্যে শেষ ৮ কার্যদিবসে পুঁজিবাজারে টানা উত্থান দেখা গেছে। পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। বুধবার ডিএসইতে হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, যা প্রায় ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫৬.৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৮টি কোম্পানির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে ৭৯টির।


বুধবার ডিএসইতে মোট ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।


    জনপ্রিয়

    সর্বশেষ