Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

অর্থনীতি

৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

Picture of the author

24 Bangladesh

৩ আগস্ট, ২০২৫ | 11:55 AM

Picture of the author

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে সব পোশাক শিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।


জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে। 


বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সরকার প্রতি বছর ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস" (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে।


উল্লেখ্য, পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।'


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে সকল পোশাকশিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।'


    জনপ্রিয়

    সর্বশেষ