Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

খেলা

৪৬ বছরের রেকর্ড ভাঙলেন গিল

Picture of the author

24 Bangladesh

৩১ জুলাই, ২০২৫ | 1:52 PM

Picture of the author

রেকর্ডটা যে গড়বেন সেটা অনেকটা নিশ্চিতই ছিল। কেননা সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যেতে মাত্র ১১ রানের প্রয়োজন ছিল শুবমান গিলের। হাতে ছিল দুই ইনিংস। পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়াটা তাই সময়ের ব্যাপার ছিল তার।


তবে দুই নয়, এক ইনিংসেই লক্ষ্যে পৌঁছে গেছেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা ভারতীয় এখন তিনিই। ২৫ বছর বয়সী ব্যাটারের বর্তমান রান ৭৩৭। গাভাস্কারের ছিল ৭৩২।


এতে ৪৬ বছরের রেকর্ডটা ভেঙে গেছে। 
১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন গাভাস্কার। আজ চোখের সামনে উত্তরসূরিকে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন ভারতীয় কিংবদন্তি। তবে শুধু খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখনো নিজের দখলেই রেখেছেন গাভাস্কার।


এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৭১ সালে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। এই রেকর্ডও নিজের কাছে রাখতে পারবেন কি না শঙ্কা রয়েছে। কেননা বৃষ্টিতে ওভাল টেস্ট বন্ধ হওয়ার আগে ১৫ রানে অপরাজিত আছেন গিল। সঙ্গে আরেকটি ইনিংসও পাবেন তিনি। ভারতের অধিনায়ক যেভাবে ছন্দে আছেন তাতে ৩৭ রানের ব্যবধান ঘুচে যেতে পারে।


অন্যদিকে সবমিলিয়ে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। ১৯৩৬-৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। তার পরে দুইয়ে আছেন গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ৬ ‍ইনিংসে ৭৫২ রান করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।


এ ছাড়া খেলোয়াড় হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক ব্র্যাডম্যান। ১৯৩০ অ্যাশেজে ৭ ইনিংসে ৯৭৪ রান করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার।







    জনপ্রিয়

    সর্বশেষ