সারাদেশ
24 Bangladesh
২৩ জুলাই, ২০২৫ | 9:06 AM
বেতন হিসেবে নেয়া জনগণের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। উনি স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বোঝে না। উনি নিজে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এ স্বাস্থ্য উপদেষ্টার কোনো যোগ্যতা নাই, তার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং তিনি ড. ইউনূসের কাছের মানুষ।
আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা গতকাল দেখেছি মরদেহের ওপর দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আওয়ামী লীগ যদি আবার ফেরার চেষ্টা করে বা কেউ সহযোগিতা করে, ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের সাফটার ক্লোজ করেছি, ভবিষ্যতে এমন সম্ভাবনার সংগঠনকেও আমরা নাই করে দেবো।
জুলাই পদযাত্রা লয় চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতাকর্মীরা।