Logo
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
বুধবার, ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 6, 2025
আজকের শিরোনাম:

খেলা

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের মাঠে ফিরছেন ক্রিকেটাররা

Picture of the author

24 Bangladesh

৬ আগস্ট, ২০২৫ | 1:33 PM

Picture of the author

ছুটি শেষে মাঠে ফিরেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের পর প্রায় দুই সপ্তাহের বিরতিতে কেউ সময় কাটিয়েছেন বিদেশ ভ্রমণে। কেউবা দেশের নিজ শহরে পরিবারের সঙ্গে। তবে সেই বিশ্রামপর্ব শেষে এখন আবার শুরু হয়েছে কঠোর অনুশীলন আর প্রস্তুতির সময়। সামনে এশিয়া কাপ, আর সেটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প।


লিটন দাস মালয়েশিয়ায় ঘুরে ফিরে এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। শেখ মেহেদী হাসান গেছেন খুলনায়। আর মুস্তাফিজুর রহমান ফিরেছেন সাতক্ষীরার বাড়ি থেকে। তাসকিন আহমেদ যিনি সম্প্রতি একটি বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে গেছেন, সময় কাটিয়েছেন সৌদি আরবে। করেছেন ওমরাহ হজ। বিশ্রামের এই সময়টা যতই প্রয়োজনীয় হোক, এখন সকলের নজর খেলার মাঠে ফেরার দিকে।


আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। যদিও গত কদিনে কিছু খেলোয়াড় নিজের মতো করেই অনুশীলন করে গেছেন, আজ থেকেই শুরু হলো বিসিবির অধীনে সংগঠিত প্রস্তুতির প্রথম ধাপ। গত পরশু ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে এই ক্যাম্প, যেখান থেকে ‘এ’ দলের ছয় ক্রিকেটার বাদ থাকছেন কারণ তাঁদের নেতৃত্বে থাকা নুরুল হাসান সোহান ৭ আগস্ট যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে।


ফিটনেস ক্যাম্পের একটি বড় ধাপ হচ্ছে ১০ আগস্ট, যেদিন খেলোয়াড়রা ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়াবেন। এরপর ১২ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স ইংল্যান্ড থেকে ঢাকায় এসে যোগ দেবেন দলের সঙ্গে। ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব, চলবে পাঁচ দিন। এই অনুশীলনের জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে, কারণ মিরপুরের উইকেট বর্তমানে কাঙ্ক্ষিত মানের অনুশীলনের উপযোগী নয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।


সিলেটে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ হবে মূলত এশিয়া কাপের আগে চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ।


এশিয়া কাপের জন্য এবার ভেন্যু নির্ধারিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে-দুটি ম্যাচেই বড় ব্যবধানে হার, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান-তাই গ্রুপ পর্ব পেরোনোটা চ্যালেঞ্জিং বলেই মনে করা হচ্ছে।


বাংলাদেশ দল আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ৬ বা ৭ সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ তারিখ, প্রতিপক্ষ হংকং।


এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।





    জনপ্রিয়

    সর্বশেষ