Logo
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
আজকের শিরোনাম:

খেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট পাবেন যেভাবে

Picture of the author

24 Bangladesh

১৮ জুলাই, ২০২৫ | 1:01 PM

Picture of the author

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২০ জুলাই। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।


শুরু হবে সন্ধ্যা ৬টায়। রোমাঞ্চকর এই সিরিজ মাঠে বসে উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না ক্রিকেটপ্রেমীরা। দর্শকদের জন্য তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রেখেছে টিকিট কাটার সহজ ও সুবিধাজনক ব্যবস্থা।



টিকিট কাটা যাবে অনলাইনে ও সরাসরি উপস্থিত হয়ে-দু’ভাবেই। অনলাইনে টিকিট সংগ্রহ করতে হলে ভিজিট করতে হবে www.gobcbticket.com.b ওয়েবসাইটে।


সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একজন দর্শক প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কেটে তা প্রিন্ট করে নেওয়া যাবে অথবা ই-টিকিট হিসেবেও মোবাইলে সংরক্ষণ করে মাঠে প্রবেশ করা যাবে। এই পদ্ধতিই সবচেয়ে ঝামেলাহীন ও নিরাপদ বলে মনে করছে বিসিবি।

এছাড়া যারা সরাসরি গিয়ে টিকিট কিনতে চান, তাদের জন্য ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে নির্দিষ্ট বুথে থাকবে অবিক্রীত টিকিট কেনার সুযোগ। তবে এগুলো সীমিত সংখ্যক। যা শুধু ম্যাচের দিনই পাওয়া যাবে। তাই আগেভাগেই অনলাইনে টিকিট কেটে নেওয়াই সবচেয়ে ভালো উপায়। অনলাইনে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং, কার্ড ও ই-ওয়ালেটের মাধ্যমে।


এবারের সিরিজের টিকিট কিনতে পারবেন নির্দিষ্ট কিছু ব্যাংক থেকেও। মধুমতি ব্যাংক বিসিবির সঙ্গে তিন বছরের জন্য ৩ কোটি টাকার টিকিটিং চুক্তি করেছে। ফলে এই ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে সরাসরি টিকিট কেনার সুযোগও থাকছে দর্শকদের জন্য।


গ্যালারির ধরণ অনুযায়ী টিকিটের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাধারণ গ্যালারি, ক্লাব হাউজ, প্রিমিয়াম গ্যালারি কিংবা কর্পোরেট সিট-সব ধরনের দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি।


বিভিন্ন শ্রেণির দর্শকদের জন্য বিভিন্ন মূল্যে টিকিট নির্ধারণ করা হয়েছে। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের ক্লাব হাউসের টিকিট মূল্য ৮০০ টাকা। মিডিয়া ও কর্পোরেট ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট রাখা হয়েছে ১৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ২৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে খেলা দেখতে চাইলে গুনতে হবে সর্বোচ্চ ৩৫০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারিতে খেলা দেখতে লাগবে ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়।


টিকিট কাটার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। কারণ মাঠে প্রবেশের সময় টিকিটের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে দেখা হতে পারে। এক আইডিতে একাধিক ম্যাচের জন্য টিকিট কেনা গেলেও, প্রতি ম্যাচে চারটির বেশি টিকিট কেনা যাবে না।


    জনপ্রিয়

    সর্বশেষ