রাজনীতি
24 Bangladesh
১৮ জুলাই, ২০২৫ | 6:26 AM
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শুক্রবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
একই সঙ্গে ঢাকাসহ সকল জেলা ও মহানগরে মৌন মিছিল অনুষ্ঠিত হবে বলে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হলো।