Logo
বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 14, 2025
বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 14, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

Picture of the author

24 Bangladesh

১৩ আগস্ট, ২০২৫ | 8:31 AM

Picture of the author

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।


কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে এক ফেসবুক পোস্টে জানান, সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আশপাশের জেলাগুলিতেও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে।


তিনি আরও জানান, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের সব জেলায় সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে, এবং সুনামগঞ্জ ও সিলেট জেলায় সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।


এছাড়া সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলো—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরেও অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ