বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 16, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না : মন্দিরা

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 7:16 AM

Picture of the author

বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে; আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন এই নায়িকা।

বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে; আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন এই নায়িকা।  

এদিকে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন, তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ। ভাগ্যক্রমে ‘নীলচক্র’ সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা; সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকের মনে ধরেছে মন্দিরা-শুভর রসায়ন। 

শুধু তাই নয়, সিনেমাটির প্রচারণার সময়ও এই জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকের। সে থেকেই নানা জল্পনা! পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয়! বলে রাখা, বিচ্ছেদের পর সিংগেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ। ফলে ‘নীলচক্র’ দেখে অনেক দর্শকের মত এমনটাই।

বিষয়টি নিয়ে দর্শকমহলে যখন নানা জল্পনা, তখনই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা। বলেন, ‘আরিফিন শুভ ও মন্দিরাকে দর্শক পর্দায় দেখুক, নানান চরিত্রে দেখুক, উপভোগ করুক—এটাই একজন শিল্পী হিসেবে আমার চাওয়া। বাস্তব জীবন নয়, আমরা এক হবো পর্দার গল্পেই।’ 

মন্দিরা আরও বলেন, ‘দর্শকেরা আমাদের জুটিকে ভালোবেসেছেন, প্রশংসা করছেন—তাদের ভালোবাসা অবশ্যই আমাদের উৎসাহ দেয়। তবে সেটা বাস্তব নয়, সিনেমার পর্দায়ই আমরা একসঙ্গে থাকব। চাই, পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুক।’


ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলতে নারাজ মন্দিরা। বলেন, ‘পার্সোনাল লাইফ, বিয়ে—এসব নিয়ে এখন একদমই ভাবছি না। এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না।’


    জনপ্রিয়

    সর্বশেষ