মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 11:44 AM

Picture of the author

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্যদানকালে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির।


পড়ে যাওয়া অবস্থা থেকে উঠে তিনি পুনরায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে কথা বলতে শুরু করেন। তবে এসময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে দেখা যায়।


এর আগে মহাসমাবেশে সভাপতির বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সমাবেশে আগত সবাইকে ধন্যবাদ জানান। পরে আগামীর বাংলাদেশ বিনির্মানে দিক নির্দেশনার বিষয়ে কথা বলেন তিনি।


বক্তব্যে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।


    জনপ্রিয়

    সর্বশেষ