বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

Picture of the author

24 Bangladesh

৬ জুলাই, ২০২৫ | 8:48 AM

Picture of the author

রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।


বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী ঘটনাস্থলে নিহত হন। 


এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। 





    জনপ্রিয়

    সর্বশেষ